হোম > সারা দেশ > গাজীপুর

নরসিংদী কারাগার থেকে পলাতক ২ কয়েদি গাজীপুরে গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

কোটা সংস্কারের আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগারে হামলার পর সেখান থেকে পালিয়ে যাওয়া দুই কয়েদিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুরের গাছা থানা এলাকায় গ্রেপ্তারের এই ঘটনা ঘটে। 

গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম। তিনি জানান, নরসিংদী জেলা কারাগারের হামলার পর অনেক আসামি কারাগার থেকে পালিয়ে যান। তারপর থেকে আমরা পার্শ্ববর্তী জেলা হিসেবে বিশেষ নজরদারি বৃদ্ধি করি। গতকাল মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে জানা যায় গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় দুই পলাতক কয়েদি আত্মগোপন করে আছেন। সেখানে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করেছে। 

মাহবুব আলম বলেন, ‘গ্রেপ্তার কয়েদিরা নরসিংদীর একটি হত্যা মামলায় বিচারাধীন আসামি। ধারণা করা হচ্ছে, তাঁদের আরও সহযোগী গাজীপুরে আত্মগোপন করে থাকতে পারেন। অন্যদের গ্রেপ্তারের স্বার্থে এই দুই কয়েদির পরিচয় গোপন রাখা হয়েছে।’

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০