হোম > সারা দেশ > গাজীপুর

ইজতেমা ময়দানে আরও এক মুসল্লির মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীর তুরাগ তীরে ৫৭ তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে এসে জামাল উদ্দিন (৪০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইজতেমা ময়দানে তার মৃত্যু হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা চৌহদ্দীগ্রামের সাইফুল ইসলামের ছেলে। 

এর আগে (বুধবার) বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে আসা এক মুসল্লি মারা যান। প্রথম ধাপের ইজতেমায় অংশ নিতে এসে এ পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হয়েছে। 

মৃতের সঙ্গে থাকা আমির (দলনেতা) মনসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আজ (বুধবার) সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪০ জনের একটি জামাত নিয়ে টঙ্গীর ইজতেমা ময়দানে আসি। সন্ধ্যায় জামালসহ কয়েকজন সাথি রাতের খাবার প্রস্তুত করতে কাজ করছিলেন। এ সময় জামাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা তাসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পাড়ে বলে ধারণা করা হচ্ছে।’ 

বিশ্ব ইজতেমার যোবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির দায়িত্বশীল ইঞ্জিন গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ’ মৃত্যুর বিষয়টি জেনেছি। ইজতেমা ময়দানে জানাজা শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি