হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গী ইজতেমা ময়দানে সংঘর্ষে আহত একজনের ৪০ দিন পর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় ৪০ দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মিজানুর রহমান (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত ৩টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

মৃত মিজানুরের বোন জামাই মোছাদ্দেকুল হক জানান, তাঁর বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার মাস্টারপাড়া চন্দ্রখানা গ্রামে। ব্যবসা করতেন মিজানুর। এক ছেলে ও দুই মেয়ের জনক তিনি।

মোছাদ্দেকুল আরও জানান, মিজানুর সাদপন্থী ছিলেন। জোড় ইজতেমায় অংশ নেওয়ার জন্য গ্রাম থেকে গত ১৭ ডিসেম্বর টঙ্গী ময়দানে এসেছিলেন তিনি। গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় আহত হন তিনি। তাঁকে রাতেই টঙ্গীর আহাসান উল্ল্যাহ মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, সেখান থেকে ১৮ ডিসেম্বর তাঁকে ঢামেক হাসপাতালে এনে আইসিউতে ভর্তি করা হয়। ঘটনার দুই দিন পর স্বজনেরা খোঁজ পেয়ে হাসপাতালে এসে তাঁকে দেখে যান। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তিনি মারা গেছেন বলেও জানান মোছাদ্দেকুল।

সুরতহাল প্রতিবেদনে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী জানান, গত ১৭ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে টঙ্গী ইজতেমা ময়দানে সংঘর্ষে আহত হন মিজানুর। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের আইসিইউতে তিনি মারা গেছেন। তাঁর মাথায় আঘাত ছিল। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা