হোম > সারা দেশ > গাজীপুর

অটোরিকশার চাপায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা চাপায় মো. আল-আতুন কাওছার (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ক্লাব সংলগ্ন রাস্তায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত মাদ্রাসা শিক্ষক মো. আল-আতুন কাওছার (৫০) উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। তিনি একই উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও মহিলা মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই মাদ্রাসা শিক্ষক সকাল ১০টার দিকে দোলন বাজার-কালীগঞ্জ সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ক্লাব সংলগ্ন রাস্তায় তাঁর মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি ইটের ওপরে উঠলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় পেছন থেকে দ্রুত গতির একটি সিএনজি চালিত অটোরিকশা তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

কালীগঞ্জ থানার উপপরিদর্শক মো. ইসলাম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি