হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত, আহত ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অজ্ঞাত বাসের ধাক্কায় মনির হোসেন (২৫) নামে হাইওয়ে থানার পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরেক সদস্য আহত হয়েছেন।

আজ রোববার রাতে আড়াইটার দিকে উপজেলার সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির ঢাকা জেলার ধামরাই থানার কান্দাপাড়া এলাকার শাজাহানের ছেলে। তিনি গোড়াই হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় পুলিশ টহল দিচ্ছিল। এ সময় পুলিশের গাড়িতে পেছন থেকে একটি বাস ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে কনস্টেবল মনির হোসেন ও তাঁর সঙ্গে থাকা অপর এক পুলিশ সদস্য আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনির হোসেনকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি