হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বসতবাড়িতে আগুন, যুবক দগ্ধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতবাড়ি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও মুদিদোকান পুড়ে গেছে। এ ঘটনায় একজন দগ্ধ হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামে সিআরসির ২ নম্বর গেটের সামনে আবুল হাশেম প্রধানের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দারা জানান, অগ্নিকাণ্ডে সজীব নামের একজন দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে বাড়ির ১১টি কক্ষ ও একটি দোকানের সব মালপত্র পুড়ে গেছে।

বাড়ির দেখভালকারী আলমগীর বলেন, ‘রাত ২টার দিকে বাসায় আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে, তা বলতে পারছি না। তবে বাড়ির সামনের ও পেছনের গেট বাইরে থেকে বন্ধ ছিল।’

শান্তা আক্তার নামের এক ভাড়াটে জানান, দোকানে প্রথম আগুন লাগে। তারপর পুরো বাড়িতে তা ছড়িয়ে পড়ে। আগুনে তাঁর সব জিনিস পুড়ে গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে