হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বসতবাড়িতে আগুন, যুবক দগ্ধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতবাড়ি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও মুদিদোকান পুড়ে গেছে। এ ঘটনায় একজন দগ্ধ হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামে সিআরসির ২ নম্বর গেটের সামনে আবুল হাশেম প্রধানের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দারা জানান, অগ্নিকাণ্ডে সজীব নামের একজন দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে বাড়ির ১১টি কক্ষ ও একটি দোকানের সব মালপত্র পুড়ে গেছে।

বাড়ির দেখভালকারী আলমগীর বলেন, ‘রাত ২টার দিকে বাসায় আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে, তা বলতে পারছি না। তবে বাড়ির সামনের ও পেছনের গেট বাইরে থেকে বন্ধ ছিল।’

শান্তা আক্তার নামের এক ভাড়াটে জানান, দোকানে প্রথম আগুন লাগে। তারপর পুরো বাড়িতে তা ছড়িয়ে পড়ে। আগুনে তাঁর সব জিনিস পুড়ে গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি