হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মোগরখাল এলাকায় ভাড়া বাসা থেকে রতনা আক্তার (২২) নামে এক পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গলাকাটা অবস্থায় লেপ-কম্বল দিয়ে পেঁচানো লাশটি মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, ৪-৫ দিন আগে পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করে স্বামী শামিম হোসেন পালিয়ে যান। নিহত রতনা সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বেলতলা এলাকার মো. মোতালেব মিয়ার মেয়ে। তিনি গাজীপুরের বিডি ফ্যাশন লিমিটেডে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী দুজনেই একই কারখানায় কাজ করতেন এবং মোগরখাল এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কয়েক দিন ধরে ঘরের দরজায় তালা ঝুলতে দেখে প্রতিবেশিদের ধারণা ছিল তারা বাইরে গেছেন। তবে মঙ্গলবার রাতে ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশে খবর দেন।

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, খবর পেয়ে তালা ভেঙে ঘরে ঢুকে দেখা যায়, লেপ-কম্বল ও কাঁথায় মোড়ানো অবস্থায় মেঝেতে পড়ে আছে রতনার অর্ধগলিত মরদেহ। তার গলা কাটা ছিল।

তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান এবং পলাতক স্বামীকে ধরতে অভিযান চলছে।

কাশিমপুর কারাগার থেকে ২৫ বছর পর মুক্তি পেলেন পাকিস্তানি রইস খান

শ্রীপুরে মধ্যরাতে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ৯টি কক্ষ পুড়ে ছাই

কালিয়াকৈরে দুই দিনে পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক অসুস্থ, বন্ধ ঘোষণা

গাজীপুরের শ্রীপুর: দখলের কবলে সুতিয়া মোহনা-চরে প্রাচীর

তুরাগতীরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো জোড় ইজতেমা

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৮০ কক্ষ পুড়ে ছাই

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে ‌আতঙ্কে ফের অর্ধশতাধিক পোশাককর্মী অসুস্থ

শ্রীপুরে টিকিট কেটে কমলাবাগান দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শ্রীপুরে ট্রাকচাপায় কিশোর নিহত