হোম > সারা দেশ > গাজীপুর

অজ্ঞাত ব্যক্তির ২ হাত ও মাথাবিহীন শরীরের অংশ উদ্ধার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির শরীরের তিনটি অংশ (দুই হাত ও কোমর থেকে ঊরু) উদ্ধার করেছে কালীগঞ্জ থানার উলুখোলা ফাঁড়ির পুলিশ। আজ শনিবার সকালে মানবদেহের এসব অঙ্গ উদ্ধার করা হয়। উপজেলার নাগরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মানিক মিয়ার ভাড়াবাড়ির সামনে কোমর থেকে ঊরু পর্যন্ত একাংশ ও দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশসহ র‍্যাবও রয়েছে। পাশাপাশি নাম-পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।’

স্থানীয়রা বলছেন, ওই এলাকায় অপরিচিত কিছু লোক আশপাশে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তাঁদের ধারণা, যেভাবে লোকটিকে টুকরা করা হয়েছে, এটা উন্মুক্ত স্থানে নয় বরং কোনো রুমের মধ্যে কাটা হতে পারে। কারণ এমন কাজ খোলা জায়গায় সম্ভব নয়।

নাগরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুজিবুর রহমান বলেন, সাবেক ইউপি সদস্যের ভাড়া বাড়ির সামনে থেকে অজ্ঞাত ওই ব্যক্তির দেহের কিছু অংশ উদ্ধার করা হয়েছে।

ইউপি সদস্য আরও বলেন, ‘গত বুধবার থেকে ইউনিয়নের ভাসানিয়া গ্রামের অমূল বানার্ট গোসালের ছেলে সবুজ বানার্ট গোসাল (৩০) নিখোঁজ রয়েছেন। তবে পরিবার ও স্বজনদের দাবি, আংশিক পাওয়া মরদেহটি ওই নিখোঁজ যুবক সবুজের। সবুজ গোসাল পূর্বাচল এপারেল পোশাক কারখানায় পোশাকশ্রমিকের কাজ করতেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার