হোম > সারা দেশ > গাজীপুর

অজ্ঞাত ব্যক্তির ২ হাত ও মাথাবিহীন শরীরের অংশ উদ্ধার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির শরীরের তিনটি অংশ (দুই হাত ও কোমর থেকে ঊরু) উদ্ধার করেছে কালীগঞ্জ থানার উলুখোলা ফাঁড়ির পুলিশ। আজ শনিবার সকালে মানবদেহের এসব অঙ্গ উদ্ধার করা হয়। উপজেলার নাগরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মানিক মিয়ার ভাড়াবাড়ির সামনে কোমর থেকে ঊরু পর্যন্ত একাংশ ও দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশসহ র‍্যাবও রয়েছে। পাশাপাশি নাম-পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।’

স্থানীয়রা বলছেন, ওই এলাকায় অপরিচিত কিছু লোক আশপাশে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তাঁদের ধারণা, যেভাবে লোকটিকে টুকরা করা হয়েছে, এটা উন্মুক্ত স্থানে নয় বরং কোনো রুমের মধ্যে কাটা হতে পারে। কারণ এমন কাজ খোলা জায়গায় সম্ভব নয়।

নাগরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুজিবুর রহমান বলেন, সাবেক ইউপি সদস্যের ভাড়া বাড়ির সামনে থেকে অজ্ঞাত ওই ব্যক্তির দেহের কিছু অংশ উদ্ধার করা হয়েছে।

ইউপি সদস্য আরও বলেন, ‘গত বুধবার থেকে ইউনিয়নের ভাসানিয়া গ্রামের অমূল বানার্ট গোসালের ছেলে সবুজ বানার্ট গোসাল (৩০) নিখোঁজ রয়েছেন। তবে পরিবার ও স্বজনদের দাবি, আংশিক পাওয়া মরদেহটি ওই নিখোঁজ যুবক সবুজের। সবুজ গোসাল পূর্বাচল এপারেল পোশাক কারখানায় পোশাকশ্রমিকের কাজ করতেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০