হোম > সারা দেশ > গাজীপুর

ঠিকানা দেখিয়ে দেওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ, তিনজন কারাগারে 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের মহানগরীর কোনাবাড়ী এলাকায় ঠিকানা দেখিয়ে দেওয়ার কথা বলে নির্জন ঘরে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—গাজীপুর মহানগরীর বাইমাইল কাদের মার্কেট এলাকার আলাউদ্দিনের ছেলে শামীম রেজা (২৬), শেরপুর জেলার নালিতাবাড়ী থানার নিজাম উদ্দিনের ছেলে ফারুক (২৭) ও সহযোগী মহানগরীর বাইমাইল কাদের মার্কেট এলাকার মৃত মিয়া চাঁনের ছেলে সাহেব আলী (৬৫)। সাহেব আলী থাকার ঘরে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়।

মামলার এজহারে জানা গেছে, গত বুধবার সকালে স্বামীর সঙ্গে ঝগড়া করে ৭ বছরের ছেলেকে নিয়ে কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় বান্ধবীর বাসায় বেড়াতে যান গৃহবধূ। ওই দিন রাত ৮টার দিকে অপর বান্ধবীর বাসায় যেতে বাইমাইল কাদের মার্কেট এলাকায় যান তিনি।

এদিকে বান্ধবীর বাসা খোঁজার একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাইমাইল কাদের মার্কেট এলাকার একটি গলির কাছে শামীম রেজা ও ফারুক ওই গৃহবধূকে বলেন, ‘আমরা তোমার বান্ধবীর বাসা চিনি।’ বাসা চিনিয়ে দেওয়ার কথা বলে গলির ভেতর একটি টিনশেড রুম নিয়ে যান। তখন ওই গৃহবধূ তাঁদের খালি রুমের ভেতর কেন নিয়ে আসছে জানতে চান। এ সময় গৃহবধূকে ধর্ষণ করেন শামীম ও ফারুক।

বিষয়টি সাহেব আলীকে জানালে তিনি কিছু না বলে চুপ থাকতে বলেন। পরে ওই গৃহবধূ তাঁর বান্ধবীকে সঙ্গে নিয়ে গতকাল বৃহস্পতিবার কোনাবাড়ী থানায় তিনজনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা করেন।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ জানান, মামলা দায়েরের চার ঘণ্টার মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁরা প্রাথমিকভাবে দোষ স্বীকার করেছেন। আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০