হোম > সারা দেশ > গাজীপুর

ওভারটেক করার সময় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

দুর্ঘটনাকবলিত স্থান। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ওভারটেক করার সময় ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল দুই আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (২১ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কাংশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৪৫), তিনি পেশায় ঠিকাদার। অপরজন জামালপুর জেলার সদর উপজেলার বৌঠামারী গ্রামের তৈয়ব আলীর ছেলে আব্দুল জলিল (৩৯)। তিনি পেশায় নির্মাণ শ্রমিক। তাঁরা গাজীপুর মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতেন।

এ ঘটনায় ট্রাকসহ চালক মো. সেলিম মিয়াকে আটক করেছে পুলিশ। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা।

নিহত শফিকুল ইসলামের স্ত্রী শিরিনা আক্তার জানান, তাঁর স্বামী পেশায় ঠিকাদার। শনিবার সকালে কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকার একটি মাদ্রাসার সাইট পরিদর্শনের জন্য জয়দেবপুরের বাসা থেকে বের হন। পথে এই দুর্ঘটনা ঘটে।

মাওনা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কুদ্দুস মৃধা জানান, মাওনা থেকে একটি ট্রাক কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। একই সময়ে একটি মোটরসাইকেল ওভারটেক করার সময় ট্রাকের পাশে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি