হোম > সারা দেশ > গাজীপুর

ওভারটেক করার সময় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

দুর্ঘটনাকবলিত স্থান। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ওভারটেক করার সময় ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল দুই আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (২১ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কাংশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৪৫), তিনি পেশায় ঠিকাদার। অপরজন জামালপুর জেলার সদর উপজেলার বৌঠামারী গ্রামের তৈয়ব আলীর ছেলে আব্দুল জলিল (৩৯)। তিনি পেশায় নির্মাণ শ্রমিক। তাঁরা গাজীপুর মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতেন।

এ ঘটনায় ট্রাকসহ চালক মো. সেলিম মিয়াকে আটক করেছে পুলিশ। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা।

নিহত শফিকুল ইসলামের স্ত্রী শিরিনা আক্তার জানান, তাঁর স্বামী পেশায় ঠিকাদার। শনিবার সকালে কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকার একটি মাদ্রাসার সাইট পরিদর্শনের জন্য জয়দেবপুরের বাসা থেকে বের হন। পথে এই দুর্ঘটনা ঘটে।

মাওনা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কুদ্দুস মৃধা জানান, মাওনা থেকে একটি ট্রাক কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। একই সময়ে একটি মোটরসাইকেল ওভারটেক করার সময় ট্রাকের পাশে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

শ্রীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন সহযোগীরা

ইটভাটায় ডেকে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১