হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় কাভার্ডভ্যান-মোটরসাইকেলে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত 

গাজীপুর (কাপাসিয়া) প্রতিনিধি 

গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার ভাকোয়াদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তানিম সরকার (২২) উপজেলার চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক। তিনি গাজীপুর কাজী আজিম উদ্দিন বিশ্ববিদ্যালয়ের পড়ত। তানিম ভাকোয়াদী গ্রামের কবির হোসেন নিলুর ছেলে।

স্বজনেরা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সহকর্মীদের সঙ্গে ঢাকায় ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচিতে যোগদানের জন্য মোটরসাইকেলে ভাকোয়াদী গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তানিম। পথে স্থানীয় জলপাই তলা ওকালতি মার্কেটের সামনে পৌঁছালে দুর্ঘটনার শিকার হন। ওই স্থানে বিপরীত দিক থেকে আসা শাহ্ সিমেন্ট বোঝাই একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনিসহ গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ ও গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির গভীর শোক প্রকাশ করেছেন।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা