হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে তরুণকে হত্যার পর তুরাগ নদে ফেলার ঘটনায় গ্রেপ্তার ১ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে তরুণকে হত্যার পর তুরাগ নদে পানিতে ফেলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর এলাকায় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ সোমবার দুপুরে র‍্যাব-১–এর সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তার ওই তরুণের নাম সিয়াম আহম্মেদ (১৯)। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার মৃত মঞ্জু মিয়ার ছেলে। 

র‍্যাব জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গীর তুরাগ নদের ওপর প্রত্যাশা ব্রিজ এলাকা থেকে লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর পাঠালে টঙ্গী নৌ ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে। 

এর আগে গত চার মাস আগে উত্তরখান থানার ফায়দাবাদ এলাকায় ফুফু নাদিরার বাসায় থেকে একটি ইলেকট্রনিক শোরুমে চাকরি করতেন। ঈদের দিন রাতে বাসা থেকে বেরিয়ে যান রিফাত। পর দিন সন্ধ্যায় তুরাগ নদের পানিতে তাঁর লাশ ভাষতে দেখা যায়। রিফাতকে হত্যার পর নদের পানিতে ফেলে দেওয়া হয় বলে র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সিয়াম এর দায় স্বীকার করেছে। আজ সিয়ামকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হবে। 

নিহত রিফাত মোল্লা (২২) নরসিংদী জেলা রায়পুরা থানার হাইরজারা গ্রামের ইসমাইল হাসানের ছেলে। এ ঘটনায় পরদিন টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি