হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ট্রাকচাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে টঙ্গীতে তেলবাহী ট্রাকের চাপায় সাইফ মাহমুদ খান (৪৬) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার টঙ্গীর কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শ্রমিক মাগুরা জেলার শালিখা থানার দেশমুখ পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সাইফ তার স্ত্রী দৃষ্টি আক্তারকে নিয়ে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ভাড়া বাড়িতে বাস করতেন। 

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত শ্রমিকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন সাইফ ও তার স্ত্রী দৃষ্টি আক্তার। এ সময় গাজীপুরগামী একটি তেলবাহী ট্রাক সাইফকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

নিহতের স্ত্রী দৃষ্টি আক্তার বলেন, ‘সাইফ টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করত। আজ আমরা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করে কলেজগেট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি তেলবাহী ট্রাক সাইফকে চাপা দেয়।’ 

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক ইসরাত জাহান এনি আজকের পত্রিকাকে বলেন, সাইফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরে হাসপাতাল থেকে পুলিশে খবর পাঠানো হয়।’ 

টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক আটক হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য