হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের ধীর গতি

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। মাঝেমধ্যেই যানজট। বৃষ্টি উপেক্ষা করে ঝুঁকি মাথায় নিয়ে বাড়ি ফিরছেন ঈদে ঘরমুখী মানুষ।

আজ বৃহস্পতিবার দুপুরের পর মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি থেকে জৈনা বাজার পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে ধীর গতিতে চলছে গণপরিবহন। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৫টা) একই অবস্থা চলছে দেখা গেছে।

পুলিশ বলছে, সব গার্মেন্টস একসঙ্গে ছুটি হওয়ায় মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন।

সরেজমিন দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি থেকে জৈনা বাজার পর্যন্ত ১৩ কিলোমিটার মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকার উড়াল সেতুসহ উভয় পাশে চার কিলোমিটার সড়ক প্রচুর গাড়ির জটলা। মাঝেমধ্যে দাঁড়িয়ে যাচ্ছে দূরপাল্লার গণপরিবহন।

মহাসড়কের কয়েকটি বাসস্ট্যান্ডে ট্রাক পিক-আপ গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানোর কারণে গাড়ির জটলা সৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে ঝুঁকি মাথায় নিয়ে স্ত্রী-সন্তান নিয়ে নাড়ির টানে বাড়ি ফিরছে ঈদে ঘরমুখো মানুষ। পথে পথে যানজটের ভোগান্তি হচ্ছে।

শ্যামলী বাংলা পরিবহনের বাসচালক সোহেল রানা বলেন, ‘গাজীপুর থেকে মাওনা চৌরাস্তা উড়াল সেতু পৌঁছাতে ছয় ঘণ্টা সময় লাগছে। ময়মনসিংহ পৌঁছাতে কত সময় লাগবে আল্লাহ জানে।’ বাসযাত্রী বিপুল ইসলাম বলেন, ‘৩০ মিনিট ধরে গাড়ি স্থির দাঁড়িয়ে আছে। মাঝেমধ্যে থামছে। খুবই ধীর গতি। হেঁটে রওনা হলে তাড়াতাড়ি গন্তব্যে ফেরা সম্ভব।’

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আয়ুব আলী বলেন, ‘শ্রীপুর ও ভালুকার গার্মেন্টসগুলো একসঙ্গে ছুটি হওয়ার কারণে সড়কে হঠাৎ সড়কে গাড়ি ও যাত্রীর চাপ বাড়ে। পার্শ্ববর্তী ভালুকায় যানজটের সৃষ্টি হলে আমাদের সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।’

এ ছাড়া কিছু কিছু স্থানে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ট্রাক পিক-আপে যাত্রী ওঠানোর কারণে যানজট ও ধীর গতিতে যানবাহন চলাচল করছে। ঈদে ঘরমুখী মানুষকে নিরাপদে পৌঁছাতে সার্বক্ষণিক কাজ করছে পুলিশ।

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার