হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরের শ্রীপুর: সীমানাঘেঁষা সেতুগুলো ঘিরে রমরমা মাদকের কারবার

রাতুল মণ্ডল, (শ্রীপুর) গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলা সীমানাঘেঁষা এলাকায় রয়েছে বেশ কয়েকটি ছোট-বড় সেতু। যেগুলো শ্রীপুরের সঙ্গে যুক্ত করেছে পাশের কয়েকটি উপজেলাকে। সন্ধ্যা হলেই এসব সেতু ঘিরে মাদক বেচাকেনা শুরু হয়। চলে রাতভর। দিনের পর দিন এই অবস্থা চলছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীপুরের সঙ্গে কালিয়াকৈর উপজেলাকে যুক্ত করেছে সালদহ নদীতে নির্মিত সেতু। এর আশপাশে রয়েছে ঘন শাল-গজারি বন। এখানে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত উভয় উপজেলার মাদক কারবারিরা লেনদেন করেন। এ ছাড়া শীতলক্ষ্যা নদীর বরমা সেতুতে পাশের কাপাসিয়া উপজেলার মাদক কারবারিরা সহজে জড়ো হতে পারেন। কারণ সন্ধ্যা হলেই সেতুটি নীরব হয়ে যায়।

বরমা গ্রামের বাসিন্দা মো. আমিনুল ইসলাম বলেন, এলাকার উঠতি বয়সী ছেলেদের নষ্ট করছে চিহ্নিত মাদক কারবারিরা। এখন নিজের ছেলে, ভাই, ভাতিজা পর্যন্ত নষ্ট হচ্ছে। সন্ধ্যা হলেই মোটরসাইকেলের আনাগোনা বাড়তে থাকে। চলে রাতভর।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, টাঙ্গাইলের সফিপুর উপজেলাকে শ্রীপুরে সংযোগ করতে সালদহ নদীর ওপর সেতু রয়েছে বাঁশবাড়ি গ্রামে। সন্ধ্যার পর একেবারে নীরব থাকে সেতুটির আশপাশ। ফলে মাদক কেনাবেচা হয় খুব সহজেই। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় যেতে সুতিয়া নদীর বাপ্পা গ্রাম এবং সাঙ্গুন গ্রামের ত্রিমোহনী সেতুর আশপাশে সন্ধ্যার পর থেকে রীতিমতো মাদকের হাট বসে।

সাঙ্গুন গ্রামের বাসিন্দা ফরিদা পারভীন বলেন, ‘আমরা আজ অসহায়। ছেলেদের মানুষ করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। মাদক তো এখন হাত বাড়ালেই পাওয়া যায়। পাশের ত্রিমোহনী ব্রিজে যাওয়া যায় না, সেখানে মোটামুটি প্রকাশ্যে বিক্রি হয়।’

অন্যদিকে শ্রীপুরের সঙ্গে ময়মনসিংহের ভালুকাকে সংযোগ করেছে নয়াপাড়া গ্রামে কাইচ্ছার খালের ওপর থাকা একটি ছোট সেতু। এর সামান্য দূরে ফাঁকা মাঠে মাদক বিক্রি হয়। এ ছাড়া ভালুকার সঙ্গে যুক্ত হওয়া জাহাঙ্গীরপুর গ্রামের মহিষমারা খালের সেতু এবং হয়দেবপুর ও সোনাব গ্রামের খিরু নদীর দুটি সেতুতে সন্ধ্যার পর থেকে মাদক কারবারিরা জড়ো হয়। পাশাপাশি সুতিয়া নদীর ওপর নির্মিত কাওরাইদ গয়েশপুর সেতু ও পারুলী নদীর দমদমা সেতুতে মাদক কেনাবেচা হয়।

এ নিয়ে কথা হলে শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার বলেন, ‘মাদক এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ছে। যুবসমাজ নষ্ট হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে মাদকে ছড়িয়ে পড়ছে। আইনশৃঙ্খলা বাহিনী যেন এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়।’

যোগাযোগ করা হলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। ইতিমধ্যে বেশ কয়েকজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সীমানাঘেঁষা ব্রিজগুলোতে সন্ধ্যার পরপরই পুলিশের কঠোর নজরদারি থাকে।’

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা