হোম > সারা দেশ > গাজীপুর

ইজতেমার ময়দানে মোবাইল নেটওয়ার্কে তীব্র সমস্যা 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

আলমি শুরার তত্ত্বাবধানে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। আজ বৃহস্পতিবার থেকেই ময়দানে মুসল্লির ঢল নেমেছে। ময়দান ও তার আশপাশের এলাকায় কয়েক লাখ মানুষ অবস্থান করছেন।

অন্যবারের মতো এবারও মোবাইল ফোন নেটওয়ার্কে সমস্যা দেখা দিয়েছে। প্রায় সব মোবাইল ফোন অপারেটরের একই অবস্থা। কল ড্রপ, ইন্টারনেটের গতিও তুলনামূলক কম। এতে ভোগান্তিতে পড়েছেন ময়দানে আগত মুসল্লি ও টঙ্গীর কয়েক লাখ মোবাইল ফোন ব্যবহারকারী।

আজ সন্ধ্যায় ময়দানের মুসল্লিদের সঙ্গে আলাপ করে জানা যায়, মোবাইল ফোনে কল করতে পারছেন না অনেকেই।

ফেনী জেলা থেকে আল আমিন এসেছেন ইজতেমা ময়দানে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করে কথা বলতে পারছেন না। ময়দান থেকে বেরিয়ে পুলিশ কন্ট্রোল রুমে গিয়ে টেলিফোনে (বিটিসিএল) পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

ময়দানের মূল বয়ান মঞ্চের পাশেই নির্ধারিত খিত্তায় অবস্থান করছেন মারজুক হাসান শিমুল। ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা এলাকা থেকে চিল্লা সাথিদের সঙ্গে ময়দানে এসেছেন। তিনি বলেন, ‘আজ বিকেল থেকে কল ও ইন্টারনেট ব্যবহার করতে পারছি না। এ সমস্যার সমাধান নেই।’

ইজতেমা উপলক্ষে অস্থায়ী ভিত্তিতে মোবাইল নেটওয়ার্ক স্থাপন না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেকে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি