হোম > সারা দেশ > গাজীপুর

ইজতেমার ময়দানে মোবাইল নেটওয়ার্কে তীব্র সমস্যা 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

আলমি শুরার তত্ত্বাবধানে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। আজ বৃহস্পতিবার থেকেই ময়দানে মুসল্লির ঢল নেমেছে। ময়দান ও তার আশপাশের এলাকায় কয়েক লাখ মানুষ অবস্থান করছেন।

অন্যবারের মতো এবারও মোবাইল ফোন নেটওয়ার্কে সমস্যা দেখা দিয়েছে। প্রায় সব মোবাইল ফোন অপারেটরের একই অবস্থা। কল ড্রপ, ইন্টারনেটের গতিও তুলনামূলক কম। এতে ভোগান্তিতে পড়েছেন ময়দানে আগত মুসল্লি ও টঙ্গীর কয়েক লাখ মোবাইল ফোন ব্যবহারকারী।

আজ সন্ধ্যায় ময়দানের মুসল্লিদের সঙ্গে আলাপ করে জানা যায়, মোবাইল ফোনে কল করতে পারছেন না অনেকেই।

ফেনী জেলা থেকে আল আমিন এসেছেন ইজতেমা ময়দানে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করে কথা বলতে পারছেন না। ময়দান থেকে বেরিয়ে পুলিশ কন্ট্রোল রুমে গিয়ে টেলিফোনে (বিটিসিএল) পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

ময়দানের মূল বয়ান মঞ্চের পাশেই নির্ধারিত খিত্তায় অবস্থান করছেন মারজুক হাসান শিমুল। ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা এলাকা থেকে চিল্লা সাথিদের সঙ্গে ময়দানে এসেছেন। তিনি বলেন, ‘আজ বিকেল থেকে কল ও ইন্টারনেট ব্যবহার করতে পারছি না। এ সমস্যার সমাধান নেই।’

ইজতেমা উপলক্ষে অস্থায়ী ভিত্তিতে মোবাইল নেটওয়ার্ক স্থাপন না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেকে।

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য

গাজীপুরে কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

বরমী বাজার: দুই ঘণ্টার হাটে কয়েক লাখ টাকার শাকসবজি বেচাকেনা

শ্রীপুরে এনসিপি ও চরমোনাইয়ের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায়বিচার চাই: নাহিদ ইসলাম

‘জুলাই যোদ্ধা’ সুরভীর মায়ের করা মামলায় ব্যবস্থা নেয়নি পুলিশ, লুকিয়েছে বয়স

দুপুরে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড, সন্ধ্যায় জামিন