হোম > সারা দেশ > গাজীপুর

ইজতেমার ময়দানে মোবাইল নেটওয়ার্কে তীব্র সমস্যা 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

আলমি শুরার তত্ত্বাবধানে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। আজ বৃহস্পতিবার থেকেই ময়দানে মুসল্লির ঢল নেমেছে। ময়দান ও তার আশপাশের এলাকায় কয়েক লাখ মানুষ অবস্থান করছেন।

অন্যবারের মতো এবারও মোবাইল ফোন নেটওয়ার্কে সমস্যা দেখা দিয়েছে। প্রায় সব মোবাইল ফোন অপারেটরের একই অবস্থা। কল ড্রপ, ইন্টারনেটের গতিও তুলনামূলক কম। এতে ভোগান্তিতে পড়েছেন ময়দানে আগত মুসল্লি ও টঙ্গীর কয়েক লাখ মোবাইল ফোন ব্যবহারকারী।

আজ সন্ধ্যায় ময়দানের মুসল্লিদের সঙ্গে আলাপ করে জানা যায়, মোবাইল ফোনে কল করতে পারছেন না অনেকেই।

ফেনী জেলা থেকে আল আমিন এসেছেন ইজতেমা ময়দানে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করে কথা বলতে পারছেন না। ময়দান থেকে বেরিয়ে পুলিশ কন্ট্রোল রুমে গিয়ে টেলিফোনে (বিটিসিএল) পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

ময়দানের মূল বয়ান মঞ্চের পাশেই নির্ধারিত খিত্তায় অবস্থান করছেন মারজুক হাসান শিমুল। ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা এলাকা থেকে চিল্লা সাথিদের সঙ্গে ময়দানে এসেছেন। তিনি বলেন, ‘আজ বিকেল থেকে কল ও ইন্টারনেট ব্যবহার করতে পারছি না। এ সমস্যার সমাধান নেই।’

ইজতেমা উপলক্ষে অস্থায়ী ভিত্তিতে মোবাইল নেটওয়ার্ক স্থাপন না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেকে।

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ