হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহত অটোরিকশাচালকের নাম আমিনুল ইসলাম (৩০)। তিনি ময়মনসিংহ জেলার  ফুলবাড়ীয়া থানার জোড়বাড়িয়া গ্রামের  মৃত সাহা আলীর ছেলে। আমিনুল ইসলাম গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে কোনাবাড়ী থানার আমবাগ আতাউর মার্কেট-সংলগ্ন বারেক রোড মোড়ে রাস্তার ওপর অটোরিকশাচালক আমিনুলের গলাকাটা মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়রা দেখতে পাওয়ার কিছু সময় আগে রাত আনুমানিক ২টার দিকে আমিনুল ইসলামকে হত্যা করে দৃর্বত্তরা মৃতদেহ ফেলে রেখে যায় বলে ধারণা করছে পুলিশ।

জিএমপি কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন,  খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। নিহতের সঙ্গে থাকা টাকা-পয়সা ও অটোরিকশাটি খোয়া যায়নি। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রী সেজে অটোরিকশায় ওঠে গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করে গলা কেটে হত্যা করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ওসি স্বজনদের উদ্ধৃত করে আরও জানান, আমিনুল ইসলাম রাতের খাবার খেয়ে রাত ১১টার পর অটোরিকশা নিয়ে বের হয়ে গিয়েছিলেন। তারপর এ ঘটনার খবর পাওয়া যায়।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০