গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক আমবাগান এলাকার একটি কলোনিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৌচাক আমবাগান এলাকার একটি কলোনিতে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন।
পরে ফায়ার সার্ভিসের কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশন, কালিয়াকৈরের দুটি ও ডিবিএল দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এই কলোনিতে বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার নিম্ন আয়ের মানুষ ভাড়া থাকেন।