হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

গাজীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন রাজু ও জিয়ারু। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা তাঁরা পিকআপ সহযোগী ও মুরগি ব্যবসায়ী। এ ঘটনায় আহত চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে একটি পিকআপ ঢাকায় মুরগি সাপ্লাই দিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় পৌঁছালে পিকআপটি সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে পিকআপটির সামনে বসা দুজন ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ এসে তাঁদের মরদেহ উদ্ধার করে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম জানা গেলেও পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ