হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে কাজ বন্ধ করে ন্যাশনাল ফ্যান লিমিটেডের কারখানায় শ্রমিক বিক্ষোভ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে কাজ বন্ধ করে বেতন ভাতাসহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ করেছে ন্যাশনাল ফ্যান লিমিটেডের শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকালে টঙ্গীর বিসিক এলাকায় কারাখানাতে সাত দফা দাবিতে এ কর্মসূচি শুরু করেন শ্রমিকেরা। 

খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রমিকদের কারখানা থেকে বের হতে দেয়নি তারা। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার ভেতরেই অবস্থা নিয়ে স্লোগান দিতে থাকেন। বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। 

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের বেতন এখনো দেওয়া হয়নি তাঁদের। কারখানা থেকে দেওয়া হয় না সার্ভিস বেনিফিটের কোনো টাকা। তাই বেতন বোনাসসহ সাত দফা দাবিতে আজ বিক্ষোভ করেন তাঁরা। 

কারখানার নারী শ্রমিক কল্পনা বলেন, ‘রোজা চলছে। আমরা ফেব্রুয়ারি মাসের বেতন এখনো পাইনি। মার্চ মাসের আর কয়েক দিন বাকি। প্রতি বছর ঈদের আগে আমাদের বোনাস দেওয়া হয় না। আমরা চার বছর ধরে কারখানা থেকে সাবান, ছাতাও পাই না। কারখানা থেকে আমাদের সার্ভিস বেনিফিটের কোনো টাকা দেওয়া হয় না। আজ সাত দফা দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করছি। পুলিশ মালিক পক্ষের কাজ করছে। আমাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত কাজে যোগ দেব না।’ 

এ নিয়ে জানতে মোবাইল ফোনে কারখানার মালিক শফিক আহম্মেদকে একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। 

টঙ্গী জোনের শিল্প পুলিশের পরিদর্শক মোহাম্মদ ওসমান গনি বলেন, ‘কারখানার মালিকের সঙ্গে কথা বলেছি। আগামী বৃহস্পতিবার শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বেতন দেওয়ার তারিখ নির্ধারণ করা হবে। তবে শ্রমিকেরা এখনো সে সিদ্ধান্ত মেনে নেন নি। বেতন না পেলে শ্রমিকেরা কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন।’

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ