হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে কাজ বন্ধ করে ন্যাশনাল ফ্যান লিমিটেডের কারখানায় শ্রমিক বিক্ষোভ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে কাজ বন্ধ করে বেতন ভাতাসহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ করেছে ন্যাশনাল ফ্যান লিমিটেডের শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকালে টঙ্গীর বিসিক এলাকায় কারাখানাতে সাত দফা দাবিতে এ কর্মসূচি শুরু করেন শ্রমিকেরা। 

খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রমিকদের কারখানা থেকে বের হতে দেয়নি তারা। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার ভেতরেই অবস্থা নিয়ে স্লোগান দিতে থাকেন। বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। 

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের বেতন এখনো দেওয়া হয়নি তাঁদের। কারখানা থেকে দেওয়া হয় না সার্ভিস বেনিফিটের কোনো টাকা। তাই বেতন বোনাসসহ সাত দফা দাবিতে আজ বিক্ষোভ করেন তাঁরা। 

কারখানার নারী শ্রমিক কল্পনা বলেন, ‘রোজা চলছে। আমরা ফেব্রুয়ারি মাসের বেতন এখনো পাইনি। মার্চ মাসের আর কয়েক দিন বাকি। প্রতি বছর ঈদের আগে আমাদের বোনাস দেওয়া হয় না। আমরা চার বছর ধরে কারখানা থেকে সাবান, ছাতাও পাই না। কারখানা থেকে আমাদের সার্ভিস বেনিফিটের কোনো টাকা দেওয়া হয় না। আজ সাত দফা দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করছি। পুলিশ মালিক পক্ষের কাজ করছে। আমাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত কাজে যোগ দেব না।’ 

এ নিয়ে জানতে মোবাইল ফোনে কারখানার মালিক শফিক আহম্মেদকে একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। 

টঙ্গী জোনের শিল্প পুলিশের পরিদর্শক মোহাম্মদ ওসমান গনি বলেন, ‘কারখানার মালিকের সঙ্গে কথা বলেছি। আগামী বৃহস্পতিবার শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বেতন দেওয়ার তারিখ নির্ধারণ করা হবে। তবে শ্রমিকেরা এখনো সে সিদ্ধান্ত মেনে নেন নি। বেতন না পেলে শ্রমিকেরা কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন।’

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের