হোম > সারা দেশ > গাজীপুর

কালীগঞ্জের সাবেক পৌর মেয়র রাজধানী থেকে গ্রেপ্তার 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর কালীগঞ্জের সাবেক পৌর মেয়র ও আ. লীগের সভাপতি এস এম রবীন হোসেনকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার তাকে বসুন্ধরা আবাসিক এলাকার ম্যাগপাই রেস্টুরেন্ট থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। 

এস এম রবীন হোসেন পৌরসভার মুনশুরপুর এলাকার মৃত বারেকের ছেলে। তিনি কালীগঞ্জ থানার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। 

জানা গেছে, এস এম রবিন হোসেন তিন বছর ধরে পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন। ছাত্র–জনতার উত্থানের পর তিনি তার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরে সরকারি নির্দেশনায় অপসারিত হন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন। 

রবিন হোসেন মেয়র নির্বাচিত হওয়ার পর কালীগঞ্জে নিজের বাড়িতে না থেকে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন। ছাত্র-জনতার আন্দোলন প্রকট হতে থাকলে গত ৪ আগস্ট তাকে শেষবারের মতো কালীগঞ্জে দেখা যায়। 

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রবীন হোসেন ভাটারা থানায় গ্রেপ্তার হয়েছেন। ওই থানার সঙ্গে যোগাযোগ করলে তারা জানান সেখান থেকে এই সাবেক মেয়রকে গাজীপুর জেলা আদালতে প্রেরণ করা হবে।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি