হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে শিশু ধর্ষণ মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার 

গাজীপুরের শ্রীপুরে শিশু ধর্ষণ মামলায় শফিকুল ইসলাম শফিক নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শফিকুল ইসলাম শফিক (৪৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের খন্দকার আজিজের ছেলে। তিনি মাওনা এলাকার শফিকমোড় এলাকায় শফিক ফার্মেসি নামে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন।

ভুক্তভোগী দশ বছর বয়সী শিশুর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। তার মা একজন পোশাক কারখানার শ্রমিক। শিশুটি তার মায়ের সঙ্গে শ্রীপুরে থাকত।

ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে করে বলেন, ‘ওই ওষুধ ব্যবসায়ী স্থানীয় লোক। তবুও আমি যে বাসায় ভাড়া থাকি একই বাসায় সে একটি রুম ভাড়া নিয়ে মাঝেমধ্যে অবস্থান করে। বিভিন্ন মেয়ে আনতো। বিষয়টি একাধিকবার বাড়ির মালিককে জানানো হয়। গত তিন দিন আগে আমি কারখানায় চলে গেলে সে আমার শিশুকন্যাকে জোর করে তুলে নিয়ে তাকে নির্যাতন করে। বিষয়টি আমাকে জানানোর পরপরই আমি থানা-পুলিশকে জানাই। এ ঘটনায় আমি থানায় মামলা দায়ের করি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, শিশুকে ধর্ষণের ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার