হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে নৌকা ডুবে নিখোঁজ ৩ বন্ধুর লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়। এরপর একে একে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গত শুক্রবার (২৫ জুলাই) নৌকা ডুবে নিখোঁজ হওয়ার পরদিন শনিবার দুই বন্ধুর এবং রোববার অপর বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া তিনজন হচ্ছে কালিয়াকৈর উপজেলার মৌচাক সুরিচালা এলাকার বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান, কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে মাহমুদ হাসান শিমুল (১৯) ও ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া এলাকার হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৯)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া থেকে ২৫ জুলাই সকালে রফিকুল ইসলাম কালিয়াকৈর উপজেলার সূরিচালা এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। পরে বিকেলে পাঁচ বন্ধু মিলে একটি ছোট নৌকা ভাড়া নিয়ে মকস বিলে ঘুরতে বের হয়। পাঁচজনই চলতি বছর এসএসসি পাস করেছে।

মকস বিলে ঘোরার সময় প্রচণ্ড বাতাসে নৌকাটি বিলের পানিতে উল্টে যায়। এ সময়ে দুই বন্ধু সাকিব হোসেন ও আরাফাত হোসেন সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিনজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন তাদের খুঁজে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার রাত পর্যন্ত অভিযান চললেও আবহাওয়া খারাপ থাকায় তা স্থগিত করা হয়। শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরুর পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ তিন বন্ধুর মধ্যে দুই বন্ধু মাহমুদ হাসান শিমুল (১৯) ও রফিকুল ইসলামের (১৯) লাশ উদ্ধার করে। কিন্তু অপর বন্ধুর কোনো সন্ধান পায়নি।

শেষ পর্যন্ত রোববার (২৭ জুলাই) সকালে মেহেদী হাসানের লাশ ভেসে ওঠে। স্থানীয়রা মকস বিলের কচুরিপানার ভেতর তার মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। পরে স্বজনেরা গিয়ে মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন, ‘নৌকা ডুবে নিখোঁজ তিন বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের টিম টানা চেষ্টা চালিয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য