হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে জামায়াতের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

সরকার ও রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে গাজীপুরে জামায়াতে ইসলামীর ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. জাকির হাসান।

জাকির হাসান জানান, গত ৩০ জুলাই সকালে মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ এ বিষয়ে পলাতক আসামি মহানগরীর গাছা থানা জামায়াতের আমির আব্দুল মোতালিব, সেক্রেটারি আফজাল হোসাইনসহ ৯ জনের নাম উল্লেখসহ এজাহারনামীয় ৩০ জন এবং অজ্ঞাতনামা ২০০-২২০ জনকে আসামি করে মামলা করা হয়।

একইভাবে পরের দিন ৩১ জুলাই রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মহাসড়কে জামায়াত আরও একটি ঝটিকা বিক্ষোভ মিছিল করে। আগের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সতর্ক থাকায় মিছিলে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জামায়াতের আট নেতা-কর্মীকে আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন মহানগরীর গাছা থানা জামায়াতের আমির আব্দুল মোতালিব (৬০), সেক্রেটারি আফজাল হোসাইন (৫৭), মহানগরীর ৪৩ নং ওয়ার্ডের সভাপতি শামিম আল মামুন (৫২), মহানগরীর ৫৪ নং ওয়ার্ডের সভাপতি জালাল উদ্দিন (৩৮), জামায়াতের কর্মী আশরাফুল আলম রাজু (৪৩), মো. আব্দুস সালাম (৩২), মো. জাকারিয়া খান (৪৮) ও মো. আতিকুর রহমান (৪৫)।

পরে পুলিশ বাদী হয়ে এ ব্যাপারে মহানগরীর গাছা থানায় মামলা করে। গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর নেতা-কর্মীরা হলেন মহানগরীর টঙ্গী পূর্ব থানা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক তাজুল ইসলাম (৫০), ৪৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আবু সুফিয়ান (৩২), গাজীপুর মহানগরীর রোকন মো. রহমতুল্লাহ (৫১), সংগঠক ইমরান (২৯), তামিরুল মিল্লাতের বিজ্ঞানের শিক্ষক মো. আশরাফুল আলম (৪৬), একই প্রতিষ্ঠানের শিক্ষক মো. সিরাজুল ইসলাম (৪৬), মহানগর জামায়াতের রুকন সানাউল্লাহ (৫০), কর্মী আব্দুল্লাহ (৪৫) এবং নাজমুল হক (৪৫)।

গ্রেপ্তার ব্যক্তিদের আজ দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানান উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. জাকির হাসান।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ