হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে মাসুদ রানা (২৪) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাত ৪টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকার ভাড়া বাড়িতে মাসুদ রানার ঝুলন্ত মরদেহ আবিষ্কার করেন তাঁর স্ত্রী। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহত মাসুদ রানা (২৪) নেত্রকোনা জেলার সদর থানার দিপপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। টঙ্গীর পাগাড় এলাকায় নাসির উদ্দিনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি।

পুলিশ জানায়, মাসুদ পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন। গত মঙ্গলবার রাতে স্ত্রী নার্গিস আক্তারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। রাতে স্ত্রী নার্গিসসহ ঘুমিয়ে পড়েন তিনি। আজ বুধবার ভোরে পাশের একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে স্বামীর গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত দেহ দেখতে পান নার্গিস। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০