হোম > সারা দেশ > গাজীপুর

কারখানায় চাকরির সাক্ষাৎকারের লাইন ঠেকল সড়কে, ২ নারী প্রার্থীকে চাপা দিল ট্রাক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি কারখানায় চাকরির জন্য সাক্ষাৎকার চলছিল। চাকরিপ্রত্যাশীদের লাইন মূল ফটকের বাইরে পর্যন্ত চলে আসে। সেখানে অনেকের সঙ্গে অপেক্ষা করছিলেন রোজিনা ও আশা নামের দুই নারী। হঠাৎ বেপরোয়া গতির একটি ট্রাক এসে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে অপরজনের মৃত্যু হয়। 

পরে পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সেই সঙ্গে চালককে আটকসহ ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

আজ শনিবার সকাল ৯টার দিকে কোনাবাড়ী বাইপাইল এলাকায় কাসেম ল্যাম্প কারখানার গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতেরা হলেন রোজিনা আক্তার বিপাশা (২৬) ও আশা আক্তার (২২)। নিহত রোজিনা নেত্রকোনার কেন্দুয়া থানার গণ্ডা এলাকার রুহুল আমিনের স্ত্রী এবং আশার বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, আজ সকাল ৯টার দিকে কোনাবাড়ী বাইপাইল এলাকায় কাসেম ল্যাম্প কারখানায় চাকরির জন্য ইন্টারভিউ চলছিল। ইন্টারভিউয়ের জন্য কারখানার গেটের বাইরে, রাস্তার পাশে আরও অনেকের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ছিলেন রোজিনা ও আশা। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রোজিনার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আশাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশাও মারা যায়। 

এ বিষয়ে জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সকালে কোনাবাড়ীর বাইপাইল এলাকায় চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য রাস্তার পাশে অন্যদের সঙ্গে অপেক্ষায় থাকা দুই নারীকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আরও একজন মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় জড়িত ট্রাকের চালককে আটকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা