হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার 

গাজীপুরের শ্রীপুরে অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার রাত পৌনে আটটার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের এক বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত গৃহবধূ ৮ মাসের বলে নিশ্চিত করেছে তাঁর স্বজনরা। নিহত গৃহবধূর স্বামী প্রবাসে রয়েছে। 

নিহত গৃহবধূর নাম ময়না আক্তার (২০)। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পুরাহাতা গ্রামের প্রবাসী মো. রাসেল মিয়ার স্ত্রী তিনি। ময়না আক্তার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মায়ের সঙ্গে থাকতেন। 

ময়না আক্তারের মা জাহানারা আক্তার বলেন, ‘দুপুর সাড়ে ৩টার দিকে আমি ছোট মেয়েকে নিয়ে মাদ্রাসায় চলে যায়। এরপর বাসায় এসে ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। এ সময় আমি ময়না ময়না বলে অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পায়নি। এরপর ঘরের জানালা ভেঙে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পাই। কি কারণে আমার মেয়ে আত্মহত্যা করেছে তা আমি বলতে পারব না। আমার মেয়ে আট মাসের অন্তঃসত্ত্বা ছিল।’ 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে তাঁর সন্তান জীবিত আছে কিনা। এরপর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ