হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার 

গাজীপুরের শ্রীপুরে অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার রাত পৌনে আটটার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের এক বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত গৃহবধূ ৮ মাসের বলে নিশ্চিত করেছে তাঁর স্বজনরা। নিহত গৃহবধূর স্বামী প্রবাসে রয়েছে। 

নিহত গৃহবধূর নাম ময়না আক্তার (২০)। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পুরাহাতা গ্রামের প্রবাসী মো. রাসেল মিয়ার স্ত্রী তিনি। ময়না আক্তার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মায়ের সঙ্গে থাকতেন। 

ময়না আক্তারের মা জাহানারা আক্তার বলেন, ‘দুপুর সাড়ে ৩টার দিকে আমি ছোট মেয়েকে নিয়ে মাদ্রাসায় চলে যায়। এরপর বাসায় এসে ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। এ সময় আমি ময়না ময়না বলে অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পায়নি। এরপর ঘরের জানালা ভেঙে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পাই। কি কারণে আমার মেয়ে আত্মহত্যা করেছে তা আমি বলতে পারব না। আমার মেয়ে আট মাসের অন্তঃসত্ত্বা ছিল।’ 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে তাঁর সন্তান জীবিত আছে কিনা। এরপর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০