হোম > সারা দেশ > গাজীপুর

নিখোঁজের দুদিন পর কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)

গাজীপুর কালীগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পরে এলাকার বিল এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরীর নাম প্রিয়াংকা রোজারিও (১৩)। আজ রোববার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের বাগদী বিলে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন উলুখোলা ফাঁড়ির উপপরিদর্শক মো. জাকির হোসেন। 

নিহত প্রিয়াংকা উপজেলার নাগরীর ইউনিয়নের বাগদী গ্রামের সংকর রোজারিওর মেয়ে। সে মানিকগঞ্জ উপজেলার উথুলী এলাকায় একটি মিশনারী স্কুলে আবাসিক থেকে ৪র্থ শ্রেণিতে ছাত্রী।

উলুখোলা ফাঁড়ির উপপরিদর্শক মো. জাকির হোসেন জানান, গত শুক্রবার দুপুর থেকে সে নিখোঁজ। রোববার সকালে স্থানীয়রা বাড়ির পাশের বিলে তার মরদেহ দেখে ৯৯৯ ফোন দেয়। পরে উলূখোলা ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কিছু বলা যায়নি। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জাকির হোসেন আরও জানান, নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিস্তারিত বলা যাবে। এ ব্যাপারে থানায় অভিযোগ সাপেক্ষে আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে নিখোঁজের ব্যাপারে থানায় কোন সাধারণ ডায়েরি করা হয়নি বলেও জানান তিনি।

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার