হোম > সারা দেশ > গাজীপুর

জয়দেবপুর স্টেশনে ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি, ট্রেন চলাচল বন্ধ 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন নামে একটি সংগঠনের সদস্যরা। আজ বুধবার সকাল ৭টা থেকে এ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। এতে স্টেশনে উভয়মুখী কয়েকটি ট্রেন আটকে রয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে—মাসিক টিকিট পুনরায় চালুকরণ, স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি দেওয়া, স্টেশনের উন্নয়ন ও রেলগেটের সমস্যা দূরীকরণ। এ ছাড়া আরও দাবি তুলে ধরেছেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের সদস্যরা জানান, ৭০ লাখ জনসংখ্যার গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত জয়দেবপুর স্টেশনের ন্যূনতম উন্নয়ন না হওয়া, আন্তনগর ৯টি ট্রেন স্টপেজ না দেওয়া এবং টিকিট স্বল্পতার কারণে যাত্রীদের দুর্ভোগ দিনদিন প্রকট হচ্ছে। সমস্যাগুলো সমাধানে দীর্ঘদিন যাবৎ রেল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রেলমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে। প্রতিবারই সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাই আজ সকাল থেকে জয়দেবপুর স্টেশনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচিতে সাধারণ মানুষও যোগ দিয়েছেন।

এ বিষয়ে জয়দেবপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার রেজাউল ইসলাম বলেন, আজ সকাল ৭টা থেকে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। এতে স্টেশনের দুপাশে কয়েকটি ট্রেন আটকে রয়েছে।

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ