হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় কিশোর গ্যাং সদস্যদের হামলার শিকার ২ শিক্ষার্থী, থানায় অভিযোগ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী কিশোর গ্যাং সদস্যদের হামলার শিকার হয়েছে। আজ বুধবার বিদ্যালয়ের পাশে শীতলক্ষ্যার তীরে এই ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা থানা এলাকায় সমবেত হয়ে কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার ও বিচার দাবি করে। এ বিষয়ে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

হামলার শিকার দুই শিক্ষার্থী ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় আজ কিশোর গ্যাংয়ের চার সদস্যের নামে হামলার শিকার এক শিক্ষার্থীর মা কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী টিফিনের সময় নাশতা করতে প্রধান ফটকের বাইরে যায়। এ সময় পাশের কুলুপাড়া এলাকার শুভ (২৬), ফাহিম (১৮), জয় (১৯) ও সিয়াম (২০) তাদের ধরে শীতলক্ষ্যার তীরে নিয়ে যায়। সেখানে তাদের আটকে রেখে গালাগালসহ এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি দিতে থাকে। এ সময় তারা ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন হাজির হলে কিশোর গ্যাংয়ের সদস্যরা রাফিকে ছুরিকাঘাত করে এবং তাদের সঙ্গে থাকা প্রায় ৪ হাজার টাকা ও একটি হাতঘড়ি নিয়ে পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, কিশোর গ্যাং আতঙ্কে তারা বিদ্যালয়ে আসতে ভয় পায়। ওরা প্রায়ই শিক্ষার্থীদের ধরে নিয়ে আটকে রেখে উলঙ্গ করে ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি করে। দুই মাস আগে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে এভাবে আটকে রেখে ৫ হাজার টাকা আদায় করে। এর কিছুদিন আগে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে আটক করে ১ লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। 

এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা