হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় কিশোর গ্যাং সদস্যদের হামলার শিকার ২ শিক্ষার্থী, থানায় অভিযোগ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী কিশোর গ্যাং সদস্যদের হামলার শিকার হয়েছে। আজ বুধবার বিদ্যালয়ের পাশে শীতলক্ষ্যার তীরে এই ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা থানা এলাকায় সমবেত হয়ে কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার ও বিচার দাবি করে। এ বিষয়ে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

হামলার শিকার দুই শিক্ষার্থী ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় আজ কিশোর গ্যাংয়ের চার সদস্যের নামে হামলার শিকার এক শিক্ষার্থীর মা কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী টিফিনের সময় নাশতা করতে প্রধান ফটকের বাইরে যায়। এ সময় পাশের কুলুপাড়া এলাকার শুভ (২৬), ফাহিম (১৮), জয় (১৯) ও সিয়াম (২০) তাদের ধরে শীতলক্ষ্যার তীরে নিয়ে যায়। সেখানে তাদের আটকে রেখে গালাগালসহ এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি দিতে থাকে। এ সময় তারা ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন হাজির হলে কিশোর গ্যাংয়ের সদস্যরা রাফিকে ছুরিকাঘাত করে এবং তাদের সঙ্গে থাকা প্রায় ৪ হাজার টাকা ও একটি হাতঘড়ি নিয়ে পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, কিশোর গ্যাং আতঙ্কে তারা বিদ্যালয়ে আসতে ভয় পায়। ওরা প্রায়ই শিক্ষার্থীদের ধরে নিয়ে আটকে রেখে উলঙ্গ করে ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি করে। দুই মাস আগে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে এভাবে আটকে রেখে ৫ হাজার টাকা আদায় করে। এর কিছুদিন আগে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে আটক করে ১ লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। 

এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি