হোম > সারা দেশ > গাজীপুর

রাতে বাসা থেকে বের হয়ে টঙ্গীতে ধর্ষণের শিকার তরুণী

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে এক তরুণী (২০) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার ভোর চারটার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় ওই তরুণী দুই যুবককে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। 

তারা হলেন কিশোরগঞ্জ জেলার লতিবাবাদ গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৭) ও জামালপুর জেলার শান্ত (২২)। তাঁরা টঙ্গীর মরকুন টেকা পাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বাস করতেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আজ শনিবার দুপুরে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে। 

এ ঘটনার পর পুলিশ ওই তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ওই তরুণী মায়ের সঙ্গে অভিমান করে বাসা থেকে বেরিয়ে যান। পরে রাত প্রায় তিনটা পর্যন্ত টঙ্গীর আমতলী এলাকার একটি চায়ের দোকানে বসে থাকেন। পরে ওই তরুণী মরকুনটেক পাড়া এলাকায় তার বান্ধবীর বাসায় যান। বান্ধবীর ঘরে শোয়ার জায়গা না পেয়ে সেখানে কিছুক্ষণ অপেক্ষা শেষে নিজ বাসায় একা ফিরছিলেন। এ সময় রিকশাযোগে মরকুন কবরস্থান এলাকায় পৌঁছালে জাহাঙ্গীর ও শান্ত তাকে রিকশা থামিয়ে তুলে নিয়ে পাশের একটি নির্মাণাধীন ভবনে পালাক্রমে ধর্ষণ করেন। আজ শনিবার ভোরে অসুস্থ অবস্থায় নিজ বাসায় ফিরে মেয়েটি পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। পরে দুপুরে থানায় লিখিত অভিযোগ করলে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের পর জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা