হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ 

গাজীপুর প্রতিনিধি

সরকারঘোষিত সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা থেকে আরও বাড়ানোর দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও কালিয়াকৈর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ শনিবার সকাল থেকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় মেইগো বাংলাদেশ (বে-ইকোনমিক জোন) লিমিটেডের প্রায় কয়েক শ শ্রমিক ৬ দফা দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পুলিশ ও আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার সকাল সাড়ে ৭টায় প্রায় ৪০০ শ্রমিক কারখানার ভেতরে প্রবেশ করেন এবং ২০০ থেকে ২৫০ জন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ৬ দফা দাবি নিয়ে অবস্থান করেন। পরে সকাল পৌনে ৮টার সময় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ করে রাস্তার ওপর অবস্থান করে। 

শ্রমিকেরা ৬ দফা দাবি উল্লেখ করে জানান, সরকারঘোষিত নতুন বেতনকাঠামো অনুসারে আমাদের গ্রেড-১ থেকে গ্রেড-৪-এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তফসিল-ক এবং তফসিল-খ অনুসারে বেতনকাঠামো নির্ধারণ করতে হবে। কর্মঘণ্টা ১০ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা বেতন নির্ধারণ করতে হবে। বেসিক বেতন সরকারি নিয়ম অনুসারে করতে হবে। ওভারটাইমের হার সরকারি নিয়ম অনুসারে হিসাব করতে হবে এবং অধিকার আদায়ে আন্দোলনরত শ্রমিকদের ছাঁটাই করা যাবে না।   

মেইগো লিমিটেডের ম্যানেজার (অ্যাডমিন) মো. খালিদ হাসান বলেন, ‘শ্রমিকদের যে বেতন বাড়ানো হয়েছে, তাতে তাঁরা সন্তুষ্ট হননি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’ 

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, সকালে বে-ইকোনমিক জোনের সামনে কিছু শ্রমিক রাস্তায় নেমে আসেন। পরে তাঁদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক। বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। 

এ ছাড়া জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর, চন্দ্রা, বাড়ইপাড়া, মাস্টারবাড়ীতেও একই দাবিতে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা।

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু