হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে নিখোঁজের দুই দিন পর কলেজের পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজ হওয়ার দুদিন পর পুকুর থেকে মো. সিয়াম (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের পেছনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

সিয়াম কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিরানি ইউনিয়নের চরকাটিহারি গ্রামের মো. কনক মিয়ার ছেলে। বাবা-মায়ের সঙ্গে উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের ইজ্জত আলী ফকিরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মাওনা চাইল্ডহুড স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত সে।

সিয়ামের মামা জাহাঙ্গীর আলম বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকে তাকে আমরা অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু তার সন্ধান করতে পারিনি। আজ বুধবার সকাল ৯টার দিকে মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের পেছনের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে যাই। এ সময় পুকুরে সিয়ামের লাশ ভাসতে দেখি। খবর দিলে শ্রীপুর থানার পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত সোমবার থেকে সিয়াম নিখোঁজ ছিল। এ বিষয়ে তার বাবা শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এরপর থেকে পুলিশ সিয়ামের সন্ধান করতে থাকে। আজ বুধবার সকালে খবর পেয়ে কলেজের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এসআই ইসমাইল হোসেন আরও বলেন, মৃত্যুর কারণ জানতে আশপাশের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন সহযোগীরা

ইটভাটায় ডেকে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১