হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বিস্ফোরণে দগ্ধ আ.লীগ নেতার স্ত্রীর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া আওয়ামী লীগ নেতার স্ত্রী শামসুন্নাহার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শামসুন্নাহার ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গুরুতর আহত তাঁর ছেলে সানোয়ার হোসেন (১৬) ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, আজ শনিবার সকালে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামে পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবুল হাসেম প্রধানের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বাসার কেয়ারটেকারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছিল, প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিষয়টি জানা গেছে। তবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের চাচা নইমুদ্দিন ফকির বলেন, ‘মৃত্যুর পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসার চেষ্টা চলছে। নিহতের ছেলের অবস্থাও আশঙ্কাজনক এবং তার চিকিৎসা চলছে।’

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান জানান, বাড়িটি তালাবদ্ধ ছিল। ভেতরে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিস্ফোরণটি মারাত্মক ছিল। দোতলার জানালার থাই গ্লাস ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে নিচে পড়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০