হোম > সারা দেশ > গাজীপুর

সাবেক এমপি চয়নকে চাঁদাবাজির ২ মামলায় শাহজাদপুর থানায় হস্তান্তর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুর থানা থেকে সাবেক এমপি চয়ন ইসলামকে আজ সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সদস্য সদস্য (এমপি) চয়ন ইসলামকে শাহজাদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় দুটি চাঁদাবাজি মামলা রয়েছে।

আজ সোমবার সকালে চয়নকে শ্রীপুর থানা থেকে শাহজাদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতির পদে রয়েছেন। চয়ন ইসলাম (৬৩) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের মাজাহারুল ইসলামের ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, গতকাল রোববার দিবাগত রাতে চয়ন ইসলামকে উপজেলার তেলিহাটি ইউনিয়ন টেপিরবাড়ি গ্রামের আত্মগোপনে থাকা এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শাহজাদপুর থানায় দুটি চাঁদাবাজি মামলা রয়েছে। সে জন্য তাঁকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হচ্ছে।

জয়নাল আবেদীন মণ্ডল আরও বলেন, দুই মাস ধরে চয়ন ইসলাম এই বাড়িতে আত্মগোপনে ছিলেন। তাঁর স্ত্রী জোছনা খানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া চয়নের সঙ্গে জাহাঙ্গীর আলম নামের এক যুবলীগ নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত