হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরে টঙ্গীতে ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার মাদক মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে এক হাজার ৬০০টি ইয়াবা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার তরুণীর নাম রিমা আক্তার (২০)। তার বাবার নাম জহির আহমেদ। রিমা কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

গাজীপুর মহানগর দক্ষিণ বিভাগের গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসাইন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার রাতে টঙ্গীর আউচপাড়া এলাকার জনৈক মোরশেদুর রহমান মিলনের বাড়িতে মাদক বেচাকেনার খবর পায় গোয়েন্দা পুলিশ। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে রিমা আক্তারকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ইয়াবা জব্দ করা হয়েছে।

রিমা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিনব কৌশলে ইয়াবা নিয়ে টঙ্গীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছে।

মাদক কারবারের সঙ্গে জড়িত থাকায় রিমার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদকদ্রব্য আইনের দায়ের করা মামলা রয়েছে। আজ টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার