গাজীপুরে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মহানগরীর পুবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তার পরনে সাদা শার্ট ও নীল রঙের জিনস প্যান্ট ছিল।
নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা যাচ্ছিল। পথে গাজীপুর মহানগরীর পুবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া এলাকায় ট্রেনের যাত্রী এক যুবক ট্রেন থেকে পড়ে যায়। এ সময় তিনি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান।
এসআই বলেন, খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।