হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে হেফাজত–পুলিশ সংঘর্ষ, আহত ১৫

প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরে হেফাজতে ইসলামের সমর্থক মুসুল্লিদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় আজ শুক্রবার জুমার নামাজের পর এ সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল করে হেফাজতে ইসলাম। মুসল্লিরা মিছিল নিয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এসে অবস্থান নেয়। এ সময় মুসুল্লিরা মহাসড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। বিরোধে জড়িয়ে পড়েন হেফাজতকর্মীরা। একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ, টিয়ারশেল ও পরে রাবার বুলেট ছোড়ে। উভয় পক্ষের মধ্যে হওয়া এই সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন হেফাজত কর্মী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) ডিসি জাকির হাসান জানান, হেফাজতকর্মীরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। পুলিশ শতাধিক টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি