হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে টাকার জন্য মা-বাবাকে মারধর মাদকাসক্ত ছেলের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

ছবি: সংগৃহীত

নেশার টাকার জন্য গাজীপুরের শ্রীপুরে মা-বাবাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছেন মাদকাসক্ত ছেলে। আজ রোববার শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে মাদকাসক্ত ছেলেকে নিরাময় কেন্দ্রে দিয়েছেন বাবা। এর আগেও কয়েকবার মারধর করেছেন ওই ছেলে।

ভুক্তভোগী মো. মতিউর রহমান (৪২) শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাংনাহাটি গ্রামের মৃত শমসের আলীর ছেলে। তিনি একজন মুদিদোকানি। স্ত্রী কাজল রেখা (৩৮)। অভিযুক্ত মাদকাসক্ত ছেলের নাম হাবিবুল্লাহ শেখ সিয়াম (১৯)।

মতিউর রহমান বলেন, ‘কী বলব ছেলের কথা। এমন ছেলে যেন কোনো মা-বাবার ঘরে না জন্মে। দুদিন পরপর এসে বলে আমার টাকা লাগবে। আজ এসে বলে ১০ হাজার, কাল বলে ২০ হাজার টাকা। চাওয়ামাত্র টাকা না দিতে পারলে মারধর করে। আজ হঠাৎ করে এসে বলে ২২ হাজার টাকার খুবই দরকার, এখনই দিতে হবে। টাকা দিতে অস্বীকৃতি জানানোর সঙ্গে সঙ্গে মারধর শুরু করে। প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে এসে মারধর করতে চায়। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় তাকে আটক করে মাদক নিরাময় কেন্দ্রে দিই।’

কাজল রেখা বলেন, ‘আমি কেমন সন্তান পেটে ধরছি, শুধু আল্লাহ তাআলা ভালো জানেন। যে ধরনের ভাষা ব্যবহার করে। নিজের সন্তান কতবার মারছে মনে নেই। কোনো সন্তান তার মা-বাবাকে মারধর করতে পারে, সেটা শুধু আমার মতো মা বিশ্বাস করবে। এমন সন্তান যেন কারও ঘরে জন্ম না হয়।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুদেপ চক্রবর্তী বলেন, ‘আজ দুপুরের দিকে হাসপাতালে ভর্তি একজন রোগীর ছেলে হাসপাতালে এসে অস্বাভাবিক আচরণ করতে থাকে। মা-বাবাকে মারধর করতে চেষ্টা করে। এ সময় কয়েকজন মিলে তাকে ধরে মাদক নিরাময় কেন্দ্রের লোকদের হাতে তুলে দেন।’

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বাবার অভিযোগে দুই দফা তদন্তে গিয়েছি। ছেলে খুবই খারাপ, সে কোনো কথা শুনতে চায় না।’

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট