হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ওষুধ কারখানায় কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ, দগ্ধ ৪

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ওষুধ কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের পর কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে চারজন অগ্নিদগ্ধ হয়েছেন।

আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন- গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকার মৃত জাহেদুল ইসলামের ছেলে রেদোয়ান আহমেদ (২৪), একই থানার বাইমাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় আহমেদ স্বাধীন (১৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (১৯)। অপর জন আরমান আলী (২২)। তিনি শেরপুরের বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তারা সবাই ওই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।

স্থানীয়রা জানায়, কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার ওই ৪ জন শ্রমিক নামাজের জন্য অযু করতে যান। এ সময় পাশে টিনশেডের একটি কক্ষে বিদ্যুতের সুইচের পাশেই রাখা কেমিক্যালের একটি ড্রামে বিস্ফোরণ হয়। এতে ৪ শ্রমিক দগ্ধ হয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। দগ্ধ ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, শনিবার বিকেলে পৌনে পাঁচটার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প এলাকার ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে কারখানার ভেতরে একটি কেমিক্যাল ড্রাম বিস্ফোরিত হলে উল্লেখিতরা অগ্নিদগ্ধ হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিষ্টল ফার্মা লিমিটেড কারখানার ভেতর কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা আগুন নিভিয়ে ফেলে। তবে কেমিক্যালের ড্রামের পাশেই বিদ্যুতের সুইচ ছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ বিস্ফোরণটি হয়েছে।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০