হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে ঘরের বারান্দা থেকে এক পোশাক কারখানায় নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফরিদপুর গ্রামের মোল্লাপাড়া থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা-পুলিশ। 

পোশাক কারখানায় শ্রমিক শাহনাজ আক্তার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার মদিনানগর গ্রামের মো. লিয়াকত আলীর মেয়ে। তিনি উপজেলার ফরিদপুর গ্রামে মো. সাইদুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। 

নিহতের ছোট ভাই শাওন আহমেদ জানান, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় পরিবারের সম্মতিতে তাঁর বিয়ে হয়। সেই সংসারে ৯ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে তাঁর। কিন্তু বিয়ের কয়েক বছর পর স্বামীর সঙ্গে বনাবনি হচ্ছিল না তাঁর। পরবর্তীতে একমাত্র মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি থেকে চলে আসেন। এরপর থেকে বোনেরা সঙ্গে তেমন যোগাযোগ হয় না তাঁর। সকালে বাড়ির মালিক ফোন করে আত্মহত্যার বিষয়টি জানান। কি কারণে আত্মহত্যা করেছে এ বিষয়ে সে কিছু বলতে পারেনি। তবে গত কয়েক দিন ধরে তাঁর বোন পরিবারের সঙ্গে জরুরি টাকার প্রয়োজন বলে জানিয়েছেন তাঁর বোন। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) অঙ্কুর কুমার বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছি। বর্তমান এখানেই অবস্থান করছি। তিনি আরও জানান, ওই নারীর বাবা রওনা হয়েছে আসলে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। পরিবারের কোনো ধরনের আপত্তি না থাকলে বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য