হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ২৫০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দীর্ঘদিন যাবৎ ওই নারী হেরোইনের চালান এনে টঙ্গী ও আশপাশের এলাকায় কারবার করতেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম। 

গতকাল বুধবার রাত পৌনে আটটার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া নারী হলেন—স্মৃতি বেগম (৩২)। তিনি গাজীপুর টঙ্গীর এরশাদ নগর এলাকার তিন নম্বর ব্লকের সৈয়দ মুন্সির মেয়ে। তিনি ওই এলাকায় স্বামী লালু মিয়ার বসবাস করেন। 

পুলিশ বলছে, বুধবার রাতে টঙ্গীর এরশাদ নগর এলাকায় মাদকদ্রব্য বেচাকেনার খবর পায় পুলিশ। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে স্মৃতি বেগমকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছে থেকে ২৫০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। দীর্ঘদিন যাবৎ ওই নারী হেরোইনের চালান এনে টঙ্গী ও আশপাশের এলাকায় বেচা-কেনা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা