হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ২৫০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দীর্ঘদিন যাবৎ ওই নারী হেরোইনের চালান এনে টঙ্গী ও আশপাশের এলাকায় কারবার করতেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম। 

গতকাল বুধবার রাত পৌনে আটটার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া নারী হলেন—স্মৃতি বেগম (৩২)। তিনি গাজীপুর টঙ্গীর এরশাদ নগর এলাকার তিন নম্বর ব্লকের সৈয়দ মুন্সির মেয়ে। তিনি ওই এলাকায় স্বামী লালু মিয়ার বসবাস করেন। 

পুলিশ বলছে, বুধবার রাতে টঙ্গীর এরশাদ নগর এলাকায় মাদকদ্রব্য বেচাকেনার খবর পায় পুলিশ। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে স্মৃতি বেগমকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছে থেকে ২৫০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। দীর্ঘদিন যাবৎ ওই নারী হেরোইনের চালান এনে টঙ্গী ও আশপাশের এলাকায় বেচা-কেনা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট