হোম > সারা দেশ > গাজীপুর

বাবার বাইকে স্কুলে আর যাওয়া হলো না রায়হানের

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

শিশুশিক্ষার্থী রায়হান (৫) বাবার মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল। পাকা সড়কের কাদায় মোটরসাইকেলটি পিছলে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলে নিহত হয়েছে রায়হান। এতে আহত হয়েছেন তার বাবা। 

আজ বুধবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের কালিয়াব এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম। 

নিহত রায়হান সনমানিয়া গ্রামের হোসাইন আল মামুন রনির ছেলে। সে একই এলাকার আড়াল বর্ণমালা স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। 

নিহত রায়হানের নানা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোস্তাফিজুর রহমান মোফাজ্জল জানান, আজ সকালে রায়হান তার বাবার সঙ্গে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। সড়কে একটি অটোরিকশাকে পাশ কাটানোর সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক চলে আসে। গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে সড়কে কাদা থাকায় মোটরসাইকেলটি পিছলে পড়ে যায়। এ সময় রায়হান ট্রাকটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রায়হানের বাবাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। এ সময় ট্রাকটি দ্রুত দুর্ঘটনাস্থল ত্যাগ করে। 

ইউপি সদস্য আরও জানান, অবৈধ ট্রলি দিয়ে মাটি পরিবহন করায় সড়কে মাটি পড়ে বৃষ্টিতে কাদার সৃষ্টি হয়। ওই কাদায় মোটরসাইকেলটি পিছলে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ওসি নাসিম বলেন, ‘বৃষ্টিতে রাস্তায় মাটি ভিজে কাদাযুক্ত থাকায় মোটরসাইকেলটি পিছলে গিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা