হোম > সারা দেশ > গাজীপুর

শ্রমিক সংকটে পাকা ধান তোলা নিয়ে শঙ্কায় কালীগঞ্জের কৃষকেরা

প্রতিনিধি

কালিগঞ্জ (গাজীপুর): এখন ধান কাটার মৌসুম। গাজীপুরের কালীগঞ্জও এর বাইরে নয়। টানা পাঁচ মাসের অক্লান্ত পরিশ্রমে মাঠে এসেছে সোনার ধান। সারা মাঠে পাকা ধানের মৌ মৌ গন্ধ। কিন্তু কৃষকের মুখে হাসির দেখা নেই। বরং কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারণ, এই ধান ঘরে তুলতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কিত কৃষক। সংকট শ্রমিকের। ফলে মাঠেই ঝরে পড়তে শুরু করেছে ধান।

কোভিড–১৯ এর দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত গোটা দেশ। প্রতি দিনই বাড়ছে সংক্রমণ। সরকার এই অবস্থা ঠেকানোর জন্য পুরো দেশে আরোপ করেছে চলাচলে কঠোর বিধিনিষেধ। সর্বাত্মক এই লকডাউনে গণপরিবহণ বন্ধ রয়েছে। আর তাই উত্তরবঙ্গ থেকে ধান কাটার কোনো শ্রমিক এই অঞ্চলে আসতে পারছেন না। ফলে কৃষকেরা পড়েছেন বিপাকে।

কালীগঞ্জ উপজেলার বিল বেলাই, ভাটিরা বিল ও এর আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, ধান পেকে কাটার উপযোগী হলেও তা এখনো মাঠেই পড়ে রয়েছে। কিছুদিন আগে বয়ে যাওয়া ঝড়ে ফসলের ক্ষতিও হয়েছে। এখন কালবৈশাখী মৌসুম। এই মুহূর্তে ধান কাটতে না পারলে ঝড় ও জোয়ারের পানিতে তা তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

স্থানীয় কৃষক মো. মিরাজ (৪০) বলেন, গত বছরও এই সময়টাতে লকডাউনের কারণে ধান কাটার শ্রমিক আসতে পারেনি। ফলে ধান কাটার জন্য বিঘাপ্রতি প্রায় ১০ হাজার টাকা করে গুনতে হয়েছে। সে সময় এলাকার কৃষকেরা দলবেঁধে একেকজনের ধান কেটে দেন। এবারও একইভাবে ধান কাটতে হবে। দেরি হলে সামান্য ঝড়েই ধান মাটিতে পড়ে যাবে।

সংকট আরও রয়েছে। তাড়াহুড়ো করে ধান কাটতে গিয়ে খড় বাড়িতে আনতে পারছেন না অনেকে। ফলে গবাদি পশুর খাবার নিয়েও থাকতে হচ্ছে চিন্তায়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম বলেন, কৃষক শ্রমিকদের গণপরিবহনে কোনো বাধা নেই। সরকারি নির্দেশনায় স্পষ্ট করে উল্লেখ আছে, তাঁরা চাইলে কাজের জন্য যেকোনো স্থানে যেতে পারবেন। এখন কেউ যদি না আসে, তাহলে সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। আর ধান কাটার ভর্তুকির ব্যাপারে সরকারি কোনো নির্দেশনা এখনো নেই।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি