হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার ভোরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বাজারসংলগ্ন খেজুরগাছ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুজন হলেন কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বহেরাতলী গ্রামের মজিবুর রহমানের ছেলে সজীব হোসেন এবং একই গ্রামের হাইলি মিয়ার ছেলে শাহিন মিয়া। সকালে তাঁরা দুজন ঢাকার উদ্দেশে বের হয়েছিলেন। গুরুতর আহত অপরজনের নাম তুহিন সরকার। তিনি স্থানীয় একটি ব্যাংকে চাকরি করেন।

কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সোহেল রানা এসব তথ্য জানান। তিনি বলেন, আজ রোববার ভোর ৬টার দিকে কালিয়াকৈর-মাওনা শ্রীপুর আঞ্চলিক সড়ক দিয়ে একটি ট্রাক কালিয়াকৈর থেকে ফুলবাড়িয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা ফুলবাড়িয়া বাজারসংলগ্ন খেজুরগাছ নামক এলাকায় গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

সোহেল রানা আরও বলেন, গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০