হোম > সারা দেশ > গাজীপুর

আম বয়ানের মধ্য দিয়ে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে

টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে আলমি সূরার (জুবায়েরপন্থি) তত্ত্বাবধানে তিন দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ শুক্রবার বাদ ফজর বাংলাদেশের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম।

এদিকে প্রথম পর্বের জুমার নামাজকে কেন্দ্র করে শুক্রবার গাজীপুরের তিন সড়কে যান চলাচল সীমিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ওই তিনটি সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। সীমিত আকারে চলছে যাত্রীবাহী বাস। 

গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের নেওয়া এ সিদ্ধান্ত চলবে শুক্রবার বেলা ৩টা পর্যন্ত। তবে ইজতেমার আগত মুসল্লি বহনকারী যানবাহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল এই নির্দেশনার বাইরে রয়েছে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানিয়েছেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে রাজধানীর আবদুল্লাহপুর, টঙ্গী থেকে কালীগঞ্জ আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত এবং রাজধানী ঢাকার কামারপাড়া থেকে টঙ্গীর স্টেশন রোড এ নির্দেশনার আওতায় থাকছে। 

এই পুলিশ কর্মকর্তা বলেন, ইজতেমায় আগত মুসল্লিদের চলাচলের জন্য ময়দানের আশপাশের সকল সড়কে যানবাহন চলাচলে ধীর গতি দেখা দিয়েছে। মহাসড়ক ও শাখা সড়ক গুলোতে এর প্রভাব পড়েছে। আজ জুমার নামাজে লাখ মুসল্লি অংশ নেবেন। এতে যানচলাচল বন্ধ হয়ে যাবে। তাই দীর্ঘ যানজট এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা