হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর সিটি নির্বাচন: ইভিএম ত্রুটি মেরামতে কর্মকর্তাদের প্রশিক্ষণ 

গাজীপুর প্রতিনিধি

আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। মহানগরের ৪৮০টি ভোট কেন্দ্রে ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হবে। ইভিএম এর ত্রুটি চিহ্নিতকরণ এবং তাৎক্ষণিক সমাধান করতে ৫৫০ জন ট্রাবলশুটিং কর্মকর্তা (প্রিসাইডিং অফিসার) নিয়োগ দেওয়া হয়েছে। 

গাজীপুর মহানগরীর রথ খেলা এলাকায় একটি বিদ্যালয়ে গতকাল শনিবার থেকে তাদের এ কর্মশালা শুরু হয়েছে। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান প্রশিক্ষণ উদ্বোধন করেন। এ সময় রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

গাজীপুর সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এএইচএম কামরুল ইসলাম জানান, গাজীপুর সিটি নির্বাচনে ৪৮০ ভোট কেন্দ্রে ভোটের দিন তারা কারিগরি সহায়তা করবেন। নির্বাচন চলাকালে ইভিএমের কোনো ত্রুটি দেখা দিলে তারা তাৎক্ষণিকভাবে ত্রুটি সমাধান করবেন। প্রতি কেন্দ্রে একজন করে ট্রাবলশুটিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। প্রত্যেক কর্মকর্তাকে ৩ দিন করে প্রশিক্ষণ প্রদান করা হবে। 

তিনি আরও জানান, নির্বাচনের প্রতি ভোট কেন্দ্রে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং, পোলিং অফিসারসহ ১২০০ ভোট কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। আগামী ১৪ মে থেকে ২২ মে পর্যন্ত তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা