হোম > সারা দেশ > গাজীপুর

এসএসসি পরীক্ষা দিতে না পারায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ

প্রতিনিধি (গাজীপুর) টঙ্গী

 গাজীপুরের টঙ্গীতে এসএসসি পরীক্ষায় অংশ নিতে না পেরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর সাতাইশ এলাকার মেধা বিকাশ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে অভিযোগ করেন শিক্ষার্থী নোমান। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত পয়লা জুলাই এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ করতে প্রধান শিক্ষকের কাছে সাত হাজার টাকা দেয় নোমান। পরে ফরম পূরণ করার পরও রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র পাইনি নোমান। ওই স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা প্রবেশপত্র পেলেও নোমানের প্রবেশ পত্র দেয়নি প্রধান শিক্ষক। পরে পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পেয়ে যাবে বলে আশ্বাস দেন ওই শিক্ষক। পরবর্তীতে পরীক্ষার প্রথম দিন সকালে শিক্ষার্থী নোমান জানতে পারে তার ফরম ফিলাপ করা হয়নি। 

শিক্ষার্থী নোমান জানান, তার পিতা মাতা ভোলায় থাকেন। তিনি উত্তর আউচপাড়া এলাকায় একটি মেসে থেকে চাকরির পাশাপাশি লেখাপড়া করতেন। সে গাজীপুরা এলাকায় একটি মাদ্রাসায় পড়তেন। পরে এক বছর বিরতি দিয়ে মেধা বিকাশ আইডিয়াল স্কুলে অষ্টম শ্রেণিতে ভর্তি হন। 

অভিযুক্ত প্রধান প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, নোমানের ফরম পূরণ করাতে ভুলে গিয়েছিলাম। নোমানের সঙ্গে কথা বলেছি। আগামীতে আবারো পরিক্ষা দেয়ার জন্য তাকে বলেছি। আগামী বছর স্কুল ও ফরম পূরণের যাবতীয় ব্যয় আমি বহন করব।    

গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব