হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে পোশাক কারখানায় এসি বিস্ফোরণে ২ যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বোরকান এলাকার এলিগ্যান্ট ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেড কারখানায় এসি মেরামতের সময় কম্প্রেসর বিস্ফোরণে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৫টায় ওই কারখানার জেনারেটর কক্ষে এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন—সাগর ইসলাম (২২) ও সোহেল ইসলাম (২৩)। সাগর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কালিদাসপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি এলিগ্যান্ট গার্মেন্টসে এসি ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন। আর সোহেল ফরিদপুর জেলার সদরপুর থানার নইরশি গ্রামের জয়নাল তালুকদারের ছেলে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম আজিজুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতেরা এসি মেরামতের কাজ করছিলেন। এ সময় কম্প্রেসরের আকস্মিক বিস্ফোরণে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।

আজিজুল হক আরও জানান, তবে এ ঘটনায় কেউ আহত হননি। নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, সাগর ও সোহেলের মরদেহ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। তাঁদের শরীর ও মুখমণ্ডল ঝলসে গেছে। 

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত