হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ডায়রিয়ায় কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দীর মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে (বালক) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নয়ন মিয়া (২০) নামের এক বন্দীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা জামান মিয়া। তিনি বলেন, ‘নয়ন নারায়ণগঞ্জ জেলা সদর এলাকার শ্রী কৃষ্ণের ছেলে। তিনি রাজধানীর যাত্রাবাড়ী থানার ডাকাতির প্রস্তুতি মামলায় আসামি হিসেবে দুই বছর ধরে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দী ছিলেন।’

কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে জানা গেছে, গতকাল সোমবার রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হন নয়ন। উন্নয়ন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তারা প্রথমে তাঁকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাতে সেখানে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে অবস্থার অবনতি হলে নয়নকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়।

জামান মিয়া বলেন, ‘গতকাল রাতে নয়নকে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ও সবশেষ ঢামেকে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’ 

এ বিষয়ে জানতে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক মো. এহিয়াতুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানা নেই। আপনার কাছ থেকেই জানলাম। কিশোর উন্নয়ন কেন্দ্র থেকেও আমাদের জানানো হয়নি।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি